মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিনিউটির ক্ষমতায়ন কর্মসূচির আওতায় ইউনিসেফ’র সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ প্রস্তুতি মহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে মহড়া ও প্রশিক্ষণ সভায় বক্তব্য রাখেন ইউনিসেফ সিলেট বিভাগের প্রধান সমন্বয়কারী কাজী দিল আফরোজ, ইউনিসেফ খন্দকার লুৎফুর খালেদ, উপজেলা কর্মকর্তা হারুনুর রশিদ, প্রকল্প কর্মকর্তা মোঃ ছাদু মিয়া, শিক্ষা কর্মকর্তা মমতা কর্মকর্তা, জনস্বাস্থ প্রকৌশলী মোঃ হাফিজউদ্দিন আহম্মদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, ডাঃ কিশলয় সাহা, ফায়ার সাভির্স ইনচার্জ মোঃ মনির হোসেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুকোমল রায়, প্রেস ক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজুর রহমান, ফুলকলি পৌর কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ সাইফুল হক মৃধা, আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী শাহিন মিয়া প্রমূখ।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্যোগ মোকাবেলায় গণসচেতনা সৃষ্টির লক্ষ্যে নাটক, বিভিন্ন সেবামূলক মহড়া প্রদর্শন করেন।