নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের শাখাইতি গ্রামে কুখ্যাত ডাকাত শাহনুর মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মার্কুলি নৌ পুলিশ ফাঁড়ির এস আই জিয়ার নেতৃত্বে একদল পুলিশ শাখাইতি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত শাহনুর শাখাইতি গ্রামের সহিদ মিয়ার পুত্র। তার বিরুদ্ধে বানিয়াচং থানায় ডাকাতি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল।