মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে: মুক্তিযুদ্ধের ৪নং সেক্টর কামান্ডার, চুনারুঘাটের কৃতিসন্তান মেজর জেনারেল (অবঃ) চিত্তরঞ্জন দত্তের প্রয়াণে “চুনারুঘাট সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক জোট” এর উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক জোটের আহ্বায়ক বিদ্যুৎ পালের সভাপতিত্বে ও এড. মোস্তাক বাহারের পরিচালনায় এতে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নুরুল আমীন উসমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আঃ সামাদ, সৈয়দ মোতাব্বির আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, আব্দুল আওয়াল মাস্টার, আব্দস সামাদ আজাদ মাস্টার, সাথী মুক্তাদির কৃষাণ চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, প্রভাষক মাজহারুল ইসলাম রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান রিপন, মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডের আহ্বায়ক বাকি বিল্লাহ, সদস্য সচিব রুমন ফরাজী প্রমুখ।
এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, “বীর উত্তম” সি আর দত্ত গত ২৫ আগষ্ট বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি দেহ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।