আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ :হবিগঞ্জের নবীগঞ্জে নতুন করে আরো ৪ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড ১৯) এর সংক্রমণ পাওয়া গেছে।
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৮৪ জন। এর আগে কয়েক ধাপে নবীগঞ্জের ১৮০ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড ১৯) এর সংক্রমণ পাওয়া গিয়েছিল।
নতুন আক্রান্ত ৪ জন হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও নবীগঞ্জ বিবিয়ানা গ্যাসফিল্ডের ৩ কর্মচারী। নবীগঞ্জ উপজেলা থেকে এ পর্যন্ত ১২৮২ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৮৪ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। করোনা আক্রান্তদের মধ্যে ১৭২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, মানুষের মাঝে সচেতনতা না থাকায় করোনা নিয়ে অনেকেই আশংকায় রয়েছেন। শীত মৌসুমে করোনার তীব্রতা আরো বৃদ্ধি পেতে পারে বলেও তিনি জানান।