এস এইচ টিটু,সৌদিআরব থেকে : সৌদিআরবের মদিনায় বিলের মাসির টয়টা কোম্পানি নামক স্থানে গতকাল সৌদি আরব সময় ৫টায় প্রাইভেট গাড়ির সাথে একটি পানির গাড়ির সংঘর্ষ হলে ঘটনা স্থলে বাংলাদেশী প্রবাসী আব্দুল মান্নান মারা যান।
উল্লেখ্য,খবর নিয়ে জানাযায় আব্দুল মান্নান তার প্রাইভেট গাড়ি নিয়ে বাসায় যাওয়ার সময় একটি পানির গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।আব্দুল মান্নান চট্টগ্রাম সাতকানিয়ার মির্জাখীল জমদার পাড়ার।