নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী সড়কে সুদখোরের হামলায় আ: মন্নান(৬০) নামের এক ব্যাবসায়ী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তাৎক্ষণিক ওই হামলাকারীকে আটক করেছে।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকার গন্ধ্যা পয়েন্টের ব্যবসায়ী আঃ মন্নান একই এলাকার মাসুদ মিয়ার কাছ থেকে ১৫ হাজর টাকা লগ্নি আনেন। ইতিমধ্যে ওই ব্যবসায়ি মাসুদকে ১৬ হাজার টাকা প্রদান করেন। মাসুদ আরো ২ হাজার টাকার জন্য আঃ মন্নানকে চাপ দিলে ১০ দিন পরে দেয়ার সিদ্ধান্ত হয়।
কিন্তু সোমবার রাত ১১ টায় ব্যাবসায়ী আব্দুল মন্নানকে ওসমানী সড়কের ওয়ালট্রন শো রুমের বিপরীতে একা পেয়ে মাসুদ তার উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। আশপাশের লোকজন ঘটনা প্রত্যক্ষ করে মাসুদের কবল থেকে ব্যবসায়ি আঃ মন্নানকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা করান।
পরবর্তীতে আঃ মন্নান বাদি হয়ে নবীগঞ্জ থানায় মাসুদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে নবীগঞ্জ থানার এস আই সমিরন দাশের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার দুপুরে মাসুদের বাসা থেকে আটক করেছে ।