নবীগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর পূর্ব তিমিরপূর এলাকা থেকে রিক্সাচালক ১৮ বছর বয়সী সেজুর লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের পর নবীগঞ্জ থানায় তার পরিবারের লোকজন অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকে ঘটনার সাথে জড়িত আসামীদের ধরতে ও হত্যার মূল রহস্য উদঘাটন করতে মাঠে নামে পুলিশ।
শনিবার ( ৩১ অক্টােবর) দিবাগত গভীর রাতে নবীগঞ্জ উপজেলার ৮ নং নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপূর গ্রামে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজুর পশ্চিম তিমিরপুর গ্রামের ফিসারি থেকে নবীগঞ্জ থানার এস.আই শামসুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত সন্দেহে আলী আজগর মিয়ার পুত্র ৩৩ বছর বয়সী শোয়েব মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শোয়েব হবিগঞ্জের উমেদনগর নোয়াহাটি গ্রামের বাসিন্দা। দীর্ঘ ৮/১০বছর ধরে চেয়ারম্যান সাজুর ফিসারির পাড়ে বাড়ি বানিয়ে সেখানে পরিবার নিয়ে বসবাস করছে। উল্লেখ্য, এর আগেও এই হত্যার প্রকৃত ঘটনা উদ্ধারের লক্ষে ৫/৬ জনকে জিজ্ঞাসাবারে জন্য আটক করে পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
গ্রেফতারকৃত আসামীকে গতকাল রবিবার কোর্টে প্রেরণ করা হয়েছে। তার ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলেও নবীগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা গেছে। শোয়েবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার এস.আই সামছুল ইসলাম । ঘটনার সাথে জড়িত বাকী আসামীদের ধরতেও নবীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আজিজুর রহমান জানান, বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামীকে আমাদের সন্দেহ হয়েছে তাই তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল জিজ্ঞাসাবাদ করে তদেরকে ছেড়ে দেয়া হয়েছে। ঘটনার দিন থেকেই ঘটনার মূল রহস্য উদঘাটন এবং আসামীদের গ্রেফতার করতে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি খুব শীগ্রই ঘটনার মূল রহস্য উদঘাটন এবং হত্যার সাথে জড়িত সবাইকে গ্রেফতার করতে সক্ষম হবো।