বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে নারী উন্নয়ন ফোরামের দ্বি-মাসিক সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী শারমিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিন, ফোরামের কোষাধ্যক্ষ নুরুন নাহার ইয়াছমিন, সদস্য জাহানারা বেগম, জোছনা বেগম, হামিদা বেগম, শামীমা বেগম,দিলারা বেগম, নেহারা বেগম, আছারুন বেগম প্রমূখ।
সভা শেষে ভূমি কম্পনে নিহতের স্বরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।