মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মিনহাজ উদ্দিন জয় (১৩) নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের মেহের উদ্দিন টুক্কুর ছেলে ও চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীতে পড়ুয়া ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার(৩১ অক্টোবর) সকালে বাড়ির পাশে ডরা ছড়া নদীর পাড়ে বাঁশ বাগানের ভিতর থেকে বাঁশের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থা থেকে স্কুল ছাত্র মিনহাজ উদ্দিন জয় এর লাশ উদ্ধার করা হয়েছে।
ধারনা করা হচ্ছে শনিবার রাতের কোন এক সময় ফাঁস দিয়ে সে আত্নহত্যা করেছে। খবর পেয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়ির এসআই বাবুল চৌধুরী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।