মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : থানায় যাতে সকল মানুষ নিরাপদে তাদের অভাব অভিযোগের কথা বলতে পারে এজন্য থানার দরজা সবার জন্য উন্মুক্ত। পুলিশকে নীতি ও নৈতিকতা বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে হবে। জনগণকে নৈতিকতার মূল্যবোধ জাগ্রত করতে হবে। কোন পুলিশ সদস্য যদি মাদক ব্যবসায়ীর সঙ্গে সখ্যতা গড়ে তুলেন তাকে পুলিশের পবিত্র পোশাক পরতে দেওয়া হবে না। প্রদীপ, লিয়াকত, আকবর সহ যেসব পুলিশ সদস্য পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছেন পুলিশ বাহিনী তাদের ক্ষমা করেনি।
তাদের আইনের মুখোমুখি করা হয়েছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশের আদলে বাংলাদেশ পুলিশকে জনগণের সঙ্গে সম্পর্ক বাড়াতে কমিউনিটি পুলিশ ব্যবস্থা চালু করা হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে যারা মাদক সেবন করে তাদের ডাক্তারি পরীক্ষা করে তাদের বিরুদ্ধে পুলিশ বিভাগীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
শনিবার সকালে মাধবপুর থানা সভাকক্ষে বণার্ঢ্য র্যালী শেষে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে মাধবপুর কমিউনিটি পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন উপরোক্ত কথা বলেন।
কমিউনিটি পুলিশিং এর সভাপতি শাহ মোঃ মুসলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, ওসি ইকবাল হোসেন, চেয়ারম্যান ফারুক পাঠান, আরিফুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, আব্দুল কুদ্দুছ চকদার, অপু চৌধুরী ও মিজানুর রহমান প্রমুখ।