নবীগঞ্জ প্রতিনিধি
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা ও পৌর খেলাফত মজলিসের যৌথ উদ্দ্যেগে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর ) বেলা ৩ টায় শহরের নবীগঞ্জ নতুন বাজারস্হ রাজা কমপ্লেক্সের সামন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দারুলউলুম মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ খালেদ সাইফুল্লাহ খাঁন, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি ফয়সল তালুকদার, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাহ আলম, মাওলানা রফি উদ্দিন জালালী প্রমুখ।