নবীগঞ্জ প্রতিনিধি :ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রুখনপুর বাজার থেকে মিজান মিয়া (৩৫) নামের এক পাগলের মৃতদেহ উদ্ধার করেছে গোপলার বাজার ফাঁড়ি পুলিশ। সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সে মারা যায়।
পুলিশ জানায়,মৌলভীবাজার জেলার নাজিরাবাদ ইউনিয়নের দক্ষিণ কমলাকলস গ্রামের মৃত ফরিদ মিয়ার পুত্র মিজান দীর্ঘদিন ধরে রুখনপুর বাজারে বসবাস করে আসছিল। সেখানকার লোকজন তাকে পাগল হিসেবে জানতো।
শুক্রবার সন্ধ্যায় তার মারা যাবার খবর পেয়ে গোপলারবাজার ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
খবর পেয়ে মিজানের আত্মীয়-স্বজন ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশ জানায়, উদ্ধার হওয়া লাশের গায়ে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই তা জানাযাবে। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।