চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটের দেওরগাছ গ্রামে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে দেয়ার আয়োজন চলছে। ইতোমধ্যে বিয়ের সব প্রস্তুতি শেষ করা হয়েছে।গোপণে বাল্য বিয়ে নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার গায়ে হলুদ। আগামীকাল বুধবার বিয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার দক্ষিণ দেওরগাছ গ্রামের মরম আলীর কন্যা স্থানীয় চান্দপুর বস্তি সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ঋতু আক্তারকে (১২) পিতা-মাতা বিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে বর উপজেলার বাগবাড়ি গ্রামের জনৈক যুবক। গত এক সপ্তাহ আগে বর ও কনে পক্ষের কথা পাকাপাকি করা হয়েছে। সে অনুযায়ী আজ মঙ্গলবার কনের গায়ে হলুদ। আগামীকাল বুধবার বিয়ে।
গতকাল সোমবার দুপুরে সরেজমিন চান্দপুর বস্তি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয়ে ১ম সাময়িক পরীক্ষা চলছে। ঋতুর আসনটি ফাঁকা রয়েছে। ঋতুর বিয়ের ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আজিজুন্নেছা বেগমকে প্রশ্ন করা হলে তিনি জানান, ঋতুর বিয়ের বিষয়টি আমার জানা নেই। তবে সে পরীক্ষার ১ম দিন থেকেই অনুপস্থিত রয়েছে। তিনি আরো বলেন, এ বয়সে ঋতুর বিয়ে হলে এটা অন্যায় কাজ হবে। এ ব্যাপারে ঋতুর বাবা মরম আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মেয়ের বিয়ের বয়স হয়েছে তাই বিয়ে দিতে যাচ্ছি।