বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে ডাকাতির লুণ্ঠিত মালামালসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-গোয়াইনঘাট থানার বিছনাকান্দি গ্রামের সোনা মিয়ার পুত্র আছকর (২০), দক্ষিণ সুরমা থানার বাসিন্দা বোরহান উদ্দিন (২২)। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করতে পুলিশ সক্ষম হয়। সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানান।
আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন বলেন, মোবাইল ফোনের সূত্র ধরে তাদের আটক করা হয়। আটককৃত কাছ থেকে উদ্ধারকৃত মোবাইল সেটের বর্তমান মূল্য প্রায় ৩০ হাজার টাকা।