স্টাফ রিপোর্টারঃ- বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রাম থেকে গরু চুরি করে পালানোর সময় দুই চোরকে একটি পিকাপ গাড়ি ও গরুসহ আটক করার খবর পাওয়া গেছে। বানিয়াচং থানা পুলিশ গোপন সংবাদের বৃত্তিতে এই অভিযানটি পরিচালনা করেন।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ভোর রাতে সাড়ে ৩ ঘটিকার সময় ১০ নং সুবিদপুর ইউ/পির আনোয়ারপুর গ্রামে।
জানাযায় ঐ গ্রামের মৃত আনুয়ার হুসেনের পুত্র কদ্দুছ মিয়ার গোয়াল ঘরে প্রবেশ করে ঐ গরু দুটি চুরি করে একটি পিকাক গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।এমনকি এই চুরির ঘটনাটি তাৎক্ষণিক ভাবে বানিয়াচং থানা পুলিশকে খবর দেওয়া হয়।
এই সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্হলে হাজির হয়ে গরুসহ দুই চোরকে আটক করে থানায় নিয়ে আসেন।
পুলিশ সূত্রে জানা যায়,আটককৃতরা হলো হবিগঞ্জ জেলার পূর্ব মাধবপুর গ্রামের আবু তাহের মিয়ার পুত্র বিল্লাল মিয়া(৩৫)ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বার চান্দুরা গ্রামের ওয়াজ আলীর পুত্র শরীফ উদ্দিন(১৯)।
এদিকে চুরি হওয়া গরু ও ব্যবহৃত গাড়ীটিসহ চোরদের আটক করার ঘটনায় তাদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে কোর্টে প্রেরন করা হয়েছে।
পরে আসামীদের বিজ্ঞ আদালত হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।