নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের আজমিরীগঞ্জের কাকাইলছেও বাজারের পার্শ্ববর্তী কাকাইলছেও মৌজার প্রায় ৭.৬৮ একর খাস ভূমি লাল পতাকা দিয়ে সীমানা নির্ধারণ করে দিয়েছেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান।

রোববার (১৮অক্টোবর) বিকালে এই ভূমিতে অভিযান চালান তিনি।

এসময় সাথে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান বলেন-উদ্ধারকৃত এই জায়গাটি ভূমিহীনদের পুনর্বাসনের জন্য ব্যবহার করা হবে। অভিযানে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।