মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ ॥হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাড়িঁ পুলিশ গত শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মনসুরপুর গ্রামের নুরুল হকের বাড়িতে গড়ে উঠা মিনি পতিতালয়ে অভিযান চালিয়ে আপত্তিজনক অবস্থায় পেয়ে ২ খদ্দের ও ২ পতিতাসহ পতিতালয়ের মালিক নুরুলকে গ্রেফতার করেছে। এ সময় ২ লিটার মদও উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত নুরুলকে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরন এবং গ্রেফতারকৃত পতিতা ও খদ্দেরদের ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনোয়ার হোসেন এর কার্যালয়ে হাজির করলে তাদেরকে জেল ও জরিমানা করা হয়েছে।
জানাযায়, শনিবার গভীর রাতে ইনাতগঞ্জ ফাঁিড়র ইনচার্জ ধর্মজিত সিংহ’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মনসুরপুর এলাকায় অবস্থিত মাদক বিক্রেতা ও মিনি পতিতালয়ের হুতা নুরুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ২ লিটার মদসহ নুরুল হক(৩৫)কে এবং অনৈতিক কাজে জড়িত থাকায় জগন্নাথপুর থানার খানপুর গ্রামের খদ্দের ছেরাগ আলীর ছেলে জুবেল মিয়া(১৯), শ্রীমঙ্গলের পাচাউন গ্রামের অরবিন্দু রায়ের ছেলে অনুকুল রায়(২২), ঢাকার পতিতা বিউটি আক্তার (২৪) ও বগুড়ার পতিতা আয়েশা আক্তার জেরিন (২৬)কে আটক করেছে। আটককৃতদের গতকাল রবিবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ে নিয়ে আসলে ২ খদ্দেরকে নগদ ৫ শত টাকা করে জরিমানা এবং ২ পতিতাকে ২ দিনের কারাদন্ড প্রদান করেছেন।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার ইনাতগঞ্জ ইউপির মনসুরপুর গ্রামের মাদক ব্যবসায়ী নুরুল হকের বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার পাশাপাশি বিভিন্ন স্থান থেকে সুন্দরী যুবতি মেয়েরা এনে মিনি পতিতালয় গড়ে তোলেন।