নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় ১৭ অক্টোবর সকাল ১০ টায় একযোগে নারী ধর্ষণ, নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা হবিগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে বাহুবল উপজেলার বিভিন্ন বিটে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এর অংশ হিসেবে বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন পরিষদে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আলম এর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সেলিম মিয়া,বাহুবল মডেল থানার এ এস আই মিঠুন দাশ,ইউপি সদস্য নানু মিয়া,আবিদুর রহমান,
মহিলা সদস্য সুফিরা খাতুন, সাবেক ইউপি সদস্য সহদেব দাস,আওয়ামী লীগ নেতা নুরুল হক, রাকেশ দাস,যুব লীগ নেতা তবারক হোসেন, ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম মিলাদ প্রমুখ।