নিজস্ব প্রতিবেদক : সারা বাংলাদেশ নির্দেশিত হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা পুলিশ কর্তৃক বিট পুলিশিং সমাবেশ আয়োজন করা হয়।
বাংলাদেশের বিভিন্ন জায়গা নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে (১৭ অক্টোবর) শনিবার আজমিরীগঞ্জ অডিটিরিয়ামে এক আলোচনার সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তারা নানা ধরনের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রধান করেন।বক্তারা বলেন নারী নির্যাতন একটি সামাজিক ব্যাধি হয়ে দাড়িয়েছে।যার কারনে রাস্তা ঘাটে আমাদের মা বোনেরা নিরাপদ ভাবে চলাচল করতে পারে না।
নারীদের বেঁচে থাকার অধিকার রয়েছে।তাদের সকল প্রকার নির্যাতন থেকে বাঁচাতে সমাজের সকল প্রকার পুরুষদের দৃষ্টি ভঙ্গি বদলাতে হবে। বক্তব্যরা আরো বলেন পুরুষের পাশাপাশি নারীদেরও সকল প্রকার অপকর্ম থেকে বিরত থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোশাররফ হোসেন তরফদার,আজমিরীগঞ্জ পৌরসভার বিট ইনচার্জ এস আই কামরুল হাসন এর উপস্তিথিতে ও পি আই ও মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠান প্ররিচালিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজবাহ উদ্দিন ভূইয়া, বিশেষ অতিথি গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ ও উপজেলার সকল সাংবাদিক, আজমিরীগঞ্জ সরকারী কলেজের শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,প্রাইমারী শিক্ষক ও আজমিরীগঞ্জ উপজেলার সকল সচেতন নাগরিকবৃন্দ।