মোযযাম্মিল হক,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)উপজেলা সংবাদদাতা: দেশব্যাপী ধর্ষণ,নির্যাতন,হত্যা,ঘুম,খুন বন্ধসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
বৃহস্পতিবার বিকেলে কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুস সাত্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা শামছুদ্দিন আহমেদ,মাওলানা নুরুল আমিন,মাওলানা মোজাহিদ,মাওলানা কবির,মাওলানা আব্দুল হান্নান,মাওলানা সাদিক, মাওলানা আনোয়ারসহ আরো অনেকে।
বক্তারা এসব ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।