নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুর গ্রামে জয়নাল মিয়া (১৫) নামে এক যুবক নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে। গতকাল রবিবার এ ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, নছরতপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র জয়নাল দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পাইপ ফিটারের কাজ করে আসছিল। গতকাল রবিবার সে ধরমন্ডল গ্রামের তাজ উদ্দিনের বাড়িতে কাজ করতে যায়। দুপুরে কাজ করতে গিয়ে সে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শক খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে জয়নাল।
এ সময় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবাশীষ দাশ তাকে মৃত ঘোষণা করেন। জয়নালের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা। এ সময় নিহত জয়নালের ভাই ইছাই মিয়া জানান, জয়নাল পাইপ ফিটারের কাজ করতো। সে বিদ্যুতের কাজ জানে না। কিভাবে সে বিদ্যুতের কাজ করতে গেল আমরা জানি না।