নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলায় আসন্ন দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলার কমিটির বিশেষ সভা ১৪ অক্টোবর বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, বশির আহমেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার,
উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত আব্দুল ওয়াহেদ, বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিরজ্ঞন সাহা নিরু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরজ্ঞন রায়,সাধারণ সম্পাদক নিখিল সাহা,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার দেব প্রমুখ সহ সকল পূজা মণ্ডপ কমিটির সভাপতি / সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় স্বাস্থ্য বিধি মেনে শান্তি পূর্ণভাবে ৫০টি পূজা উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয় এবং ৫০ টি পূজা মণ্ডপে সরকারি বরাদ্দ প্রতিটিতে ৫ শ” কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।