মাধবপুর থেকে সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামে বিষাক্রান্ত হয়ে জাহাঙ্গীর মিয়া নামে এক সৌদি প্রবাসী যুবক মারা গেছে। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বেজুড়া গ্রামের মৃত আব্দুল লতিফের পরিবারের লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়াদি নিয়ে পারিবারিক কলহ চলছিল। এ ঘটনার জের আব্দুল লতিফের পুত্র জাহাঙ্গীর মিয়া (৩০) আত্মহত্যা করে থাকতে পারে।
শনিবার সন্ধ্যায় জাহাঙ্গীর মিয়া নিজ বাড়িতে বিষাক্রান্ত হয়ে ছটফট করতে থাকলে ঘটনাটি পরিবারের লোকজনের নজরে আসে। দ্রুত তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে জাহাঙ্গীর মিয়া মারা যায়। গতকাল সকালে ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। মৃতের স্বজনরা জানান, ২ মাস পূর্বে সৌদি আরব থেকে বাড়িতে আসে জাহাঙ্গীর মিয়া। সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। এজন্য সে পরিবারের লোকজনদের অগোচরে আত্মহত্যা করে থাকতে পারে।