চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বিভিন্ন অঞ্চলে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।বিশেষ করে,উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের প্রতিটি গ্রাম পাড়ায় পাড়ায়ই শিশু থেকে শুরু করে সব বয়সিদের মাঝেই ছড়িয়ে পড়েছে এক সময়ের মহামারী খ্যাত এ রোগটি রাজার বাজার ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ডাঃ মীরা পালের সংঙে যোগাযোগ করে এর কারণ ও প্রতিকার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আবহাওয়ার পরিবর্তণ ও বাংলা নববর্ষ উপলক্ষে মিষ্টি জাতীয় বিশেষ করে খোলা খাবার গ্রহণের ফলেই এই রোগের প্রবণতা দেখা দিয়াছে আক্রান্ত ব্যক্তিকে খাবার স্যালাইন খেতে দেওয়া ও দ্রূত চিকিৎসকের পরামর্শ গ্রহন করা জরুরী।
প্রতিরোধ কল্পে, সর্বপূরী স্যানিটেশন ব্যবস্থা বাসী পঁচা খাবার এবং বাজারের খোলা খাবার পরিহার করার,পরামর্শ দেন তিনি।এবং পর্যাপ্ত ঔষধ না থাকায় ভাল চিকিৎসা দিতে পারছেন না বলে জানান তিনি।