নিজস্ব প্রতিবেদকঃ
হবিগঞ্জের বাহুবলের একটি চালের মিল থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ৩৬ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এর সাথে জড়িত থাকার অভিযোগে চাল মিলের মালিক কে আটক করেছে পুলিশ।
জানাযায় সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার নন্দনপুর বাজারের গোপন সংবাদের ভিত্তিতে বাহুবলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিন্ধা তালুকদার অভিযান চালান তাহের মিয়ার চালের মিলে।
এ সময় মিল থেকে খাদ্য বান্ধব কর্মসুচীর ৩৬ বস্তা চাল উদ্ধার করা হয়।
এর সাথে জড়িত থাকার অপরাধে উপজেলার শ্রীকলস গ্রামের চন্দন মিয়ার ছেলে তাহের মিয়া (৪৫)কে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত তাহের মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।