নিজস্ব প্রতিবেদক : নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান, উপজেলা জাপার সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. সরওয়ার শিকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক মোস্তাক আহমেদ মিলু, পল্লী বিদ্যুতের ডিজিএম আলী বর্দি খান সুজন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আউয়াল, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, সত্যজিৎ দাশ, বজলুর রশিদ, মোঃ আবু সাঈদ এওলা মিয়া, আলী আহমেদ মুসা, আব্দুল মুহিত চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র রায়, সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আহমদ, শেখ সইফা রহমান কাকলি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিভিন্ন সময় সরকার বিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত তারাই নাশকতার উদ্দেশ্যে পল্লী বিদ্যুৎ অফিস ভাংচুর করেছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহন করা হয়। আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে তৎপর হওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।