এম.এ.সাবলু হৃদয় সিলেট থেকে: বাবা মার স্বপ্ন ছিল ছেলে পড়া লেখা শিখে একদিন চাকুরী করবো। গ্রামের সকলের মুখ উজ্বল করবে। সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। অকালে ছাত্র রাজনৈতি কেরে নিল সকল স্বপ্ন। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র তাপস সরকার গুলিবিদ্ধ হয়ে মারা যাবার সংবাদে স্তব্ধ হয়ে গেছেন পুরো গ্রামের মানুষ। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের নিধিপুর গ্রামে রবিবার দুপুর থেকে ছিল শোকাবহ পরিবেশ।
তাপসের স্বজনদের সাথে গ্রামের সকলেই কাঁদছেন। ঘটনার খবর পেয়ে বার বার মুর্ছা যাচ্ছেন নিহত তাপস সরকারের বাবা বাবুল চন্দ্র সরকার ও মা অঞ্জু রানী সরকার। মা-বাবা ও ভাইদের কান্নায়
ভারী হয়ে উঠেছে সুরমা নদীর তীর নিধিপুর গ্রাম। বাবা কৃষক বাবুল চন্দ্র সরকার ও মা গৃহিনী অঞ্জু রানী সরকারের স্বপ্ন দেখার সাহস ছিল ছেলে তাপস সরকার। পাঁচ ভাইয়ের মধ্যে তৃতীয় তাপস গ্রামের স্কুলে পাঠশালা সমাপন করে মামার বাড়ি থেকে নেত্রকোনার মদন উপজেলার কদমশ্রী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। পরে নেত্রকোনা সরকারি কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এইচএসসি সমাপন করে গত বছর চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে ভর্তি হয় সে।
তাপসের বাবা বাবুল চন্দ্র সরকার একজন বর্গা চাষী। নিজের কোন জমি-জমা নেই। দ্বিতীয় ছেলে আলয় সরকারকে নিয়ে পাকনার হাওরে অন্যের জমি বর্গা চাষ করে পরিবার চালান তিনি। তাপসকে পড়াশুনা করানোর জন্য বড় ছেলে আশিষ সরকার নেত্রকোনার একটি ইলেক্ট্রনিক্সের দোকানে চাকুরি নেয়। ওখানেই একটি ছোট্ট বাসা ভাড়া নিয়ে তাপস ও ছোট ভাই নেত্রকোনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শাওন সরকারকে নিয়ে থাকতেন আশিষ সরকার। তাপসের ছোট ভাই নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থী শাওন সরকার কাঁদতে কাঁদতে বলেন,‘আমার ভাই এলাকার সকলের প্রিয় মানুষ ছিল। সবাই তাঁকে স্নেহ করতো। আমরা গরিব মানুষ, সেও বাড়িতে আসলে বাবার সাথে জমিতে কৃষি কাজ করতো। এখন বোরো মৌসুম থাকায় আমিও বাড়ি এসেছি
বাবাকে কৃষি কাজে সহায়তা করতে। দুপুরে যখন আমার ভাইয়ের বন্ধুরা বলেছে হলে গুলাগুলি হয়েছে। আমার ভাই গুলি খেয়ে আশংকাজনক অবস্থায় আছে, আমরা তখনই বুঝতে পেরেছি, আমাদের সবই শেষ হয়ে গেছে। আমার ভাই রাজনীতিতে তত সক্রিয় ছিল না। বাইরে ম্যাচে থাকলে খরচ বেশি লাগবে, এজন্য হলে থাকার জন্য নেতাদের কাছে গিয়েছিল সে। আর হলে যাওয়াই কাল হলো তাঁর।