চুনারুঘাট প্রতিনিধি : সিলেট বিভাগের শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হয়েছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মোহাম্ম ইকবাল হোসেন। এছাড়া সিলেট বিভাগের শ্রেষ্ট গোয়েন্দা মনোনীত হয়েছেন চুনারুঘাট থানার ডিএসবির সদস্য মোসলেম উদ্দিন।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট সদর দপ্তর কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যমে তাদের হাতে সম্মানা ক্রেষ্ট, নগদ অর্থ ও সদন পত্র প্রদান করেন সিলেট বিভাগের ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান। উক্ত অনুষ্টিত হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রসহ সিলেট বিভাগের সকল জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভাগের ঊধ্বতন কর্মকর্তাবৃন্দ।