ডেস্ক : জাতিসংঘ শান্তি বিষয়ক সহযোগি সংস্থা ‘ইউনাইটেড ন্যাশন ইউনির্ভাসেল পিস ফেডারেশন’ কতৃর্ক ‘রিলিজির্য়াস ইয়ূর্থ সার্ভিস প্রজেক্ট-২০১৫ এর যুব সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন বাংলাদেশী-আমেরিকান জুয়েল মিয়া। নেপালের পর্যটন শহর পকোরা সিটিতে সপ্তাহব্যাপি সস্মেলন শুরু হবে ২০ মে শুরু হয়ে শেষ হবে ২৬ মে।কাতার এয়ারলাইন্সে কাতার দোহায় যাবেন,দোহায় একদিন বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে দেখা করবেন।
১৭ মে রোববার নেপালের কাঠমুন্ডোর উদ্দেশ্যে জুয়েল মিয়া নিউ ইর্য়ক ত্যাগ করবেন।এবং নেপানের যুবকল্যাণ মন্ত্রীর সঙ্গে দেখা করবেন,পরে আর্তিক সহযোগিতার জন্য যুবকল্যাণ মন্ত্রীর কাছে চেক প্রদান করবেন।
বিশ্বের প্রায় ত্রিশটা দেশের কয়েক হাজার ছাত্র-ছাত্রীর তীব্র প্রতিযোগিতায় অংশ গ্রহন করে শীর্ষ ৪৫ জনের মধ্যে অন্যতম স্থান করে নিয়েছে এ মেধাবী ছাত্র জুয়েল মিয়া। উল্লেখ্য,বাংলাদেশী-আমেরিকান জুয়েল মিয়া ২০০৭ সালে যুক্তরাষ্ট্র আসেন ইমিগ্র্যন্ট হয়ে। এখানে এসেই মনোনিবেশন হন লেখাপড়ার প্রতি। বর্তমানে তিনি নিউ ইর্য়ক ষ্ট্রেট ইউনিভার্সিতে ব্যাচলর অফ সাইন্সে অধ্যয়নরত।
বাংলাদেশ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার অমৃতা গ্রামের-পিতা হাজী দুদা মিয়ার সন্তান জুয়েল একজন তরুণ সংগঠক। সফর স্বার্থক ও সুন্দর করে সহীসালামতে আবার নিউ ইয়র্কে ফিরে আসার জন্য কমিউনিটির সকলের নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।