নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের বিশিষ্ট মুরুব্বি সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব রফিক উল্লাহ যুক্তরাজ্য সময় বুধবার রাত ১:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি……….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র,১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।
মরহুম রফিক উল্লাহ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম এ কাইয়ুমের ফুফা। মরহুমের মূত্যুর সংবাদে যুক্তরাজ্যসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
মরহুমের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ এড. আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আবুল খায়ের, গণফোরাম এর সদস্য সচিব মুরাদ আহমদ। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।