রুয়েল আহাম্মেদ রুবেল,মাধবপুর : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের আন্দিউড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার হেফজ শাখার ২ জন ছাত্র মোঃ আবু বক্কর ভূইয়া (১৬) এবং মোঃ শরীফ উদ্দীন (১৭) গত ৩০ শে সেপ্টেম্বর আনুমানিক ভোর সারে ৪টা নাগাত মাদ্রাসা থোকে পালিয়ে যায়।
মাদ্রাসা শিক্ষক এইচ কে এম আসাদুল্লাহ সরকার ঐ দিন ভোরবেলা ফজরের নামাজের সময় তাদেরকে ডাকার জন্য গেলে তিনি গিয়ে দেখেন তারা দুই জন মাদ্রাসার বিচানায় নেই। পরে তিনি আবুবক্করে ভূইয়ার পিতাকে সবনকিছু জানান।
মোঃ আবুবক্কর ভূইয়া আন্দিউড়া ইউ/পি’র আন্দিউড়া গ্রামের আক্তার হোসেন ভূইয়া এবং মোঃ শরীফ উদ্দীন ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর থানার রুস্তমপুর গ্রামের নাছির উদ্দীনের ছেলে।
তাদের পিতা এবং স্বজনরা সব যায়গায় খোজাখোজি করে কোনো যায়গাতে তাদের সন্ধান না পেয়ে তাদের পিতারা মাধবপুর থানায় সাধারণ ডাইরী করেছেন।