সৈয়দ শাহান শাহ পীরঃ এক সময়ের সুতাং শাহজীবাজারটি বৃহত্তর সিলেটের মধ্যে ্ঐতিহ্যবাহী প্রসিদ্ধ বাজার হিসেবে সুখ্যাতি ছিল যার, বর্তমানে তার অবস্থা মৃত প্রায়।
জানাযায়,শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়েনের সুতাং শাহজীবাজারটি দীর্ঘ দিন যাবত সংষ্কার না করার ফলে বাজারটি মরনের বার্ধক্যতা দেখা দিয়েছে । সংষ্কারের অভাবে বাজারটি বিভিন্ন সমস্যা অসুবিধায় আক্রান্ত হচ্ছে দিন দিন। ফলে সেই ঐতিহ্য ,প্রসিদ্ধ আর সুখ্যাতি সুনাম হারিয়ে এখন বাজারটি এলাকার দুঃখ হয়েও দারিয়েছে।
অন্যদিকে বাজারের আশপাশের দরিদ্র মানুষজন কর্মহীন হয়ে পরেছে দিন তো দিন। এ বাজারে ্ক্রয় বিক্রয়ে আসা মানে দূর্গন্ধময় একটি বাজারে আসা মারাত্বক স্বাস্থ্যের ঝুকি নিয়ে। এ বাজারের সমস্যা অসুবিধার শেষ নেই। অন্যদিকে বর্ষা বা অন্যআন্য সময়ের বৃষ্টির পানি নিষ্কাশিত হতে না পেরে বাজারের স্থায়ী জলাবদ্ধতা রয়েছে। এর ফলে পানি দূষণ হচেছ আর বিষাক্ত পানি নিয়েই ক্রতা বিক্রেতা ক্রয় বিক্রয় করছেন প্রতিদিন। এতে পানিবাহীত বিভিন্ন রোগ ব্যাদিতেও তারা আক্রান্ত হচ্ছেন। যতটুকু ড্রেনেজ ব্যবস্থা রয়েছে অত্যান্ত খারাপ। প্রায়ই লোকজন ড্রেনে পরে আহত হন । অবস্থা দৃষ্টে মনে হয় যেন এ বাজারে কোনো ড্রেন নেই। বাজারের রাস্তা থাকলেও না থাকার মত । ভাঙ্গা , জরাজির্ণ গর্ত আর কাদঁা খানাখন্দের রাস্তা নিয়ে বাজারটি আজ মারাত্বক বিপর্যয় বিপন্ন হয়ে পরেছে।
উক্ত বাজারের স্থায়ী বাসিন্দাদের দূভোর্গ অপরিসীম । অন্য দিকে বাজারের বিদ্যুত সংযোগ মারাত্বক ঝুকিপুর্ন । সরকারি ভাবে নির্মাণধিন দোকানগুলি ভেঙ্গেমচকে গেছে, যে কোনো সময় একেবারে ভেঙ্গে পড়ে গিয়ে জীবননাশ ঘঠে যাওয়া বিচিত্র নয় । গনশৌচাগার থেকেও নেই ।
সরজমিনে সব মিলিয়ে দেখা গেছে , উক্ত বাজারের শত শত সমস্যা সংকট রয়েছে। যা তদন্ত সাপেক্ষে প্রমান পাওয়া যাবে । উল্লেখ্য, বিগত বছর খানেক পূর্বে তৎকালিন শায়েস্তাগঞ্জ উপজেলা ইউএনও সরকারের নির্দেশ মতে বাজারের প্রায় অর্ধশত দোকান ঘর ভেঙ্গে দেন। কিন্তু ধ্বংসস্তুপ অপসারণ করা হয়নি। ফলে বাজারের প্রসস্ততা কমে গেছে ।
সুতাং শাহজীবাজারটি নিয়ে প্রশ্ন উঠেছে, ্উক্ত বাজারটি কি তার অস্তিত্ব হারিয়ে বিলুপ্ত হয়ে যাবে ? আসলে বাজারটি দেখলে মনে হয় যেন বাজারটি একটি যুদ্ধবিদ্ধস্ত বাজার। বাজারের বেহাল দশার কারণে লোকজনের যাতায়ত আস্তে আস্তে কমে যাচ্ছে। সীমাহিন দুর্ভোগের বাজার হিসেবে চিহ্নিত হয়ে গেছে বাজারটি প্রায়। তার কারণে উক্ত বাজার ছেড়ে দিয়ে লোকজন অন্য বাজারের ক্রেতা বিক্রেতা হচ্ছে, ব্যবসা করছে ।
সূত্র মতে জানা গেছে, বাজারের ইজারা তুলা নিয়েও রয়েছে অনিয়ম অনিতী । এক কথায় সুতাং শাহজিবাজারের সু-নামের পরিবর্তে কু-নামের রুপ ধারন করেছে। অন্যদিকে, সুতাং বাছিরগঞ্জ বাজারেরও প্রায় একেই অবস্থা । অনেকদিন যাবত এ বাজার সংস্কারের অভাবে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে ।
উল্লেখ্য,সুতাং শাহজিবাজার এবং সুতাং বাছিরগঞ্জ এ দুটি বাজার উন্নয়ন হলে এলাকা উন্নয়ন হবে । বাজার উন্নয়নের উপর এলাকার উন্নয়ন উন্নতি নির্ভর করে । তাই জনদুভোর্গ লাঘবে গুরুত্বপূর্ন বাজার দুটির সংস্কারে দ্রুত এগিয়ে আসবেন বলে বাজার এলাকাবাসি আশায় বুক বেঁধেছেন । তাই এখন আর আশ্বাস নয়, এলাকাবাসির বিশ্বাস দ্রুত সংস্কার এবং বাজার উন্নয়ন হবে ।