দিলোয়ার হোসাইন, বানিয়াচং থেকে : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব জিকে গউছ, বানিয়াচং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন বকুল ও আহবায়ক কমিটির সদস্য ছামির আলী এর রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বানিয়াচং উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার ১ অক্টোবর মাগরীবের নামাজের পর ২নং রাজবাড়ী জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ,উপজেলা বিএনপির অাহ্বায়ক লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম অাহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির অাহমেদ সহ বানিয়াচং উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
দোয়ায় বেগম খালেদা জিয়া সহ বিএনপির অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ২ নং রাজবাড়ী জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ হারুণ।