নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাংগা ইউনিয়নের খড়িয়া বিল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় গতকাল বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ইজারাদারসহ ২ জনকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও বালু তুলার সরঞ্জামসহ ড্রেজার মেশিন ঘটনাস্থলে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। তার সাথে সহযোগিতা করেন তহশীলদার বিষ্ণুপদ চক্রবর্তী ও আবিদ আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং নবীগঞ্জ থানা পুলিশ।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত এর ম্যাজিষ্ট্রেট সুমাইয়া মুমিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জনকল্যাণে ও জনস্বার্থে মোবাইল কোর্টের মাধ্যমে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।