শাহ্ মোস্তফা কামাল : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তন্ময় মাহমুদ অর্পণ(১৭)নামে এক কলেজ ছাত্র ৪ দিন থেকে নিখোঁজ।
সে গত ২৪ সেপ্টেম্বর (২০২০)সকাল ১১ টায় বৃন্দাবন কলেজ হবিগঞ্জের উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি।
নিখোঁজ তন্ময় মাহমুদ অর্পণ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নিজ গাঁও (মাস্টার বাড়ি)র, বাসিন্দা মৃত আব্দুল আওয়ালের পুত্র।
তার স্থায়ী ঠিকানা: মাধবপুর উপজেলার শাহজি বাজারের, সুন্দরপুর গ্রামে। সে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল থেকে এসএসসি পাশ করার পর বৃন্দাবন কলেজ হবিগঞ্জে ভর্তি হয়েছিল।
এ বিষয়ে গত ২৬ সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ থানায় জিডি নং- ১২৩২ করা হয়েছে। ছেলেটির সন্ধান পেলে ০১৭৮০০০৯৩৮২ ও ০১৭১৩৮০৮৩০১ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।