সৈয়দ আখলাক উদ্দিন মনসুর : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ পালিত হয়েছে।
২০০৯ সালে ডিজিটাল তথ্য প্রযুক্তি বাস্তবায়নে প্রতি বছরের ন্যায় এবারো শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেল একাডেমীক সুপারভাইজার জগদীশ চন্দ্র দাশ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোঃ আব্দুল রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জাতীয় সাপ্তাহিক জনতার দলিল সম্পাদক ও প্রকাশক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুল জ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দেব, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, শায়েস্তাগঞ্জ থানা তদন্ত (ওসি) এসআই মোঃ কাউছার মাহমুদ তরুন, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, উপজেলা রিপোটার্স ক্লাব সভাপতি মোঃ মামুন চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ জমির আলী, সাধারণ সম্পাদক মোঃ হামিদুল হক বুলবুল, নতুন ব্রীজ আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন কাজল প্রমুখ।