নিজস্ব প্রতিবেদক : সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণসহ বাংলাদেশে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদে শায়েস্তাগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ১১ টায় পৌরসভার কে আলী প্লাজার সামনে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জের আলোর কাফেলা যুব ও সামাজিক উন্নয়ন সংগঠনের যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে তরুণী ধর্ষণের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করে কলেজে নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান বক্তারা।
এসময় সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং এসব অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। প্রতিটি ধর্ষণের নিরপেক্ষ তদন্ত করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তাঁরা। বিশেষ করে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে তরুণী ধর্ষণের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করে কলেজে নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।
এসময় শায়েস্তাগঞ্জের আলোর কাফেলা যুব ও সামাজিক উন্নয়ন সংগঠন এর সদস্যরা সহ সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিতি ছিলেন।