নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি থেকে মাটিকাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ৩০ জন।
রোববার সকালে উপজেলার তাজপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানিয়রা জানান, ওই গ্রামের আব্দুল আহাদ মিযার সাথে তার ভায়রা একই এলাকার শাহিদ এর মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সকালে আবারো সংর্ঘষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষে দুই পক্ষের ৩০ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
হবিগঞ্জ সদর হাসপাতালে কর্মরত এ এস আই নেছা আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাটিকাটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।