শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জে ও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দুপুর সোয়া ১২ টার দিকে দু’দফা ভূমিকম্প অনুভূত হয়। এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইউনিয়ন ভূমি অফিস ও সাব পোষ্ট অফিসের ভবনে আংশিক ফাটল দেখা দিয়েছে। সিলেটের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপাল। দ্রাগ্রিমাংশ থেকে উৎপত্তিস্থলের দুরত্ব ছিল ২৮ দশমিক ০৯ রেটিচুইট ৮৪ দশমিক ৮৪ রগনিচুইট। এছাড়া ঢাকা থেকে ৭৩৩ ও সিলেট থেকে উৎপত্তিস্থলের দুরত্ব প্রায় ৬২০ কিলোমিটার ছিল।