স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ৫ লক্ষ টাকা ব্যয়ে ফিস সেড নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মুশফিক হুসেন চৌধুরী।
সোমবার বিকালে তিনি এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরে এলাকাবাসী ও বাজার ব্যবসায়ী সমিতির সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডা. মুশফিক হুসেন চৌধুরী।
বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাতাব উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইছমত আহমেদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ ৮নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, মাওঃ শাহ্ সাদিকুর রহমান, বাউসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল সরদার, সহ-সভাপতি লাক তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন খান, স্থানীয় মেম্বার ফিরোজ মিয়া, সাবেক মেম্বার শাহ্ মর্তোজ আলী, আব্দুর রুপ (মাষ্টার), ইউপি সদস্য আসাদ হোসেন চৌধুরী প্রমুখ।এতে বক্তব্য রাখেন, চৌধুরী বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি মোঃ আবিদ মিয়া ও ফেরদৌস মিয়া, সাবেক সহ-সভাপতি এস এম সেলিম, উপজেলা ছাত্রলীগ নেতা এস এস দুলাল সহ চৌধুরী বাজার ব্যবসায়ী কমিটি ও এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ান।