মাধবপুর থেকে সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে মদ খেয়ে মাতলামি করায় এক মাতালকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ আমিনুল ইসলাম এ দন্ডাদেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাধবপুর পৌরসভার ২নং ওয়ার্ডের চৌধুরী পাড়ার ফরিদ মিয়ার ছেলে খলিল মিয়া (৩০) মদ খেয়ে মাতলামি করায় থানার এসআই মহসিন তাকে গ্রেফতার করেন। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ আমিনুল ইসলাম’র কার্যালয়ে তাকে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দন্ডাদেশ দেন।