নিজস্ব প্রতিবেদক: আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বেশ কয়েকটি দোকান ঘর পুড়ে গেছে। ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়িরা।
শুক্রবার বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটেছে তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না স্থানীয়রা।
এদিকে, আজমিরীগঞ্জ উপজেলায় কোন ফায়ার সার্ভিসের স্টেশন না থাকায় স্থানীয়রাই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।