বাহুবল প্রতিনিধি : বাহুবলের পূর্ব জয়পুরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন- জয়পুর গ্রামের কাজল মিয়া (৩২), দরবেশ আলী (৫০), পারুল বেগম (২৬) ও ফয়সল মিয়া (২০)।
আহত সূত্রে জানা যায়, একটি এজমালী পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের জাফর আলী ও ছেরাগ আলীর সাথে তাদের বিরোধ চলে আসছিল। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে বিরোধীয় পুকুরের মাছ বন্টন নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেরাগ আলীর পরিবারের লোকজনের উপর হামলার ঘটনা ঘটে। এতে মহিলাসহ ৪ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।