হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জে বাবার বিরুদ্ধে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে বাধা দেয়ায় নিজের স্ত্রীকে পিটিয়ে আহত করেছে অভিযুক্ত পিতা সালাম মিয়া।
জানা যায়- নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার জিয়াপুর গ্রামে স্ত্রী ও নিজের ১৩ বছর বয়সী মেয়েকে নিয়ে বসবাস করতেন সালাম মিয়া। পেশায় তিনি সিএনজি (অটোরিক্সা) চালক। প্রায় বছর খানেক ধরেই নিজের ঔরষজান ১৩ বছরের মেয়েকে ধর্ষণ করে আসছেন তিনি। বিষয়টি যেন কাউকে না জানানো হয় সেজন্য তাকে মেরে ফেলার ভয়-ভীতি দেখানো হয়।
গত মংগলবার সন্ধ্যায় সালাম মিয়া তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি তার মা জেনে ফেললে তিনি প্রতিবাদ করলে এ সময় সালাম মিয়া মাও মেয়েকে লোহার রড জনকে পিটিয়ে আহত করে। এসময় তাদের চিৎকারে আশপাশের স্থানীয়দের সহযোগিতায় মা-মেয়েকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে ধর্ষিতা মেয়ে ও আহত মাকে এনে ভর্তি করা হয়।
ধর্ষণের শিকার ওই মেয়ে সিলেটের ওসমানী নগর এলাকার সেফারজুতল নেছা হাফিজিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। ছুটিতে বাড়ি আসলেই তার বাবা তাকে ধর্ষণ করত।
এ ব্যাপারে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ধর্ষণের ঘটনায় মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মায়ের শরীরেও আঘাত আছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ধর্ষিতা মেয়ের মা বাদী হয়ে নবীগজ্ঞ থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান দৈনিক শায়েস্তাগঞ্জকে বলেন, এমন একটি ঘটনা শুনার পর পরই আমরা অভিযান চালিয়ে ধর্ষককে আটক করেছি। তিনি আরো জানান, এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়ের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।