আনোয়ার হোসেন মিঠু,নবীগঞ্জ ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামের ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ ও হবিগঞ্জ এলজিইডির উপ-সহকারী কর্মকর্তা দিলীপ কুমার দাশের পিতা গণেন্দ্র লাল দাশ (৮৩) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তিনি বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। গত রবিবার করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন এবং সোমবার নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি হন।
মঙ্গলবার রাতে নবীগঞ্জে গণেন্দ্র লাল দাশসহ ৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। গনেন্দ্র লাল দাশের মৃত্যুর খবর শুনে নবীগঞ্জ উপজেলা দাহ কমিটির নেতা এড. রাজীব কুমার দে তাপস, নির্মলেন্দু দাশ রানা, যুবরাজ গোপ, উত্তম কুমার পাল হিমেল, নীলকণ্ট দাশ সামন্ত নন্টী, বাবুল দেব এর সার্বিক সহযোগীতায় নবীগঞ্জ উপজেলা হাসপাতাল থেকে প্রদানকৃত পিপিই পরিধান করে গ্রামের লোকজন বৃহস্পতিবার রাতেই নিজ বাড়ীতে পারিবারিক শ্মশানঘাটে স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাহ কাজ সম্পন্ন করেন।
উল্লেখ্য নবীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে গনেন্দ্র লাল দাশসহ ২ জন মৃত্যুবরণ করেছেন।