মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে নবীগঞ্জে পাকা বোরো ধান পানির নিচে চলে গেছে। বৃষ্টির পানি কেড়ে নিচ্ছে নবীগঞ্জের কৃষকের স্বপ্ন। এতে করে কৃষকের মধ্যে হাতাশা বিরাজ করছে। গতকাল সরেজমিনে উপজেলার বিভিন্ন হাওরে কৃষকেরা কলা গাছের বেড়োয়া দিয়ে ধান কাটতে দেখা গেছে। একাধিক কৃষক জানিয়েছেন, জমিতে ধান পাকা থাকা সত্বেও সময়মত শ্রমিক না পাওয়ায় ধান কাটতে পারেন নি। উপজেলা কৃষি অফিসের হিসেব মতে এবছর নবীগঞ্জের ১৩টি ইউনিয়নে বোরো মৌসুমে ১৫ হাজার ৮শ ২০ হেক্ট্রর জমিতে বোরো চাষ করেছেন। লক্ষমাত্রা ধরা হয়েছিল ১৬ হাজার ৬শ ৫০ হেক্টর। কিন্তু হঠাৎ করে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে প্রায় ৮ হাজার হেক্টর বোরো ধানের পানির নিচে চলে গেছে। এ ব্যাপারে কৃষি কর্মকর্তা মুহাম্মদ দুলাল উদ্দিন বলেন, হঠাৎ করে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।