চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের থৈ-গাঁও জামে মসজিদের পূর্ণ নির্মানে পিলার ডালাই দেয়া হয় গত-২৩/০৪/১৫ইং তারিখ রোজ বৃহস্পতিবার। পিলার ডালাই কালিন সময় উপস্থিত ছিলেন স্থানীয় মুরুব্বিয়ানগন। মসজিদ নির্মানে সবচেয়ে বেশি অর্থ ও পরামর্শ দিয়ে ভ’মিকা রাখছেন আমেরিকা প্রবাসী জনাব জাহাঙ্গীর আলম ও উনার স্ত্রী মীর মাহফুজা আক্তার। এছাড়া ও রয়েছেন, ইউ.কে প্রবাসী উস্তার মিয়া, কুতুব উদ্দিন, ছালেহ উদ্দিন বাবরু, সাজিদ উল্লাহ্, আকছির মিয়া এবং আরও অনেকেই। উল্লেখ্য যে, এ মসজিদটি ১৯৯৬ইং সনে স্থাপিত হয়।
উক্ত মসজিদের জমিদানকারী দাতা ছিলেন আম্বর উল্লাহ্ ও স্থাপনকারী ছিলেন আলহাজ্ব আ: রাজ্জাক।