নিজস্ব প্রতিবেদক : গ্রীসের রাজধানী এথেন্সে দুর্বৃত্তদের গুলিতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রিস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মমিন (৪০) এবং একই গ্রামের নূর হোসেনের ছেলে শাহীন মিয়া (২৫)।
বিজ্ঞাপন
মোতাব্বির হোসেন বলেন, ‘এথেন্সের আসপোগিরগো এলাকায় একটি কন্টেইনারের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন আব্দুল মমিন ও শাহীন। ১৪ সেপ্টেম্বর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা একজনের মাথায় এবং অন্যজনের গলায় গুলি করে পালিয়ে যায়। মঙ্গলবার স্থানীয়রা দুজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।’
গ্রিস শাখা ছাত্রলীগের সভাপতি জায়েদ খান জানান, এ ঘটনায় তদন্তে নেমেছে গ্রিসের পুলিশ। নিহত দুজনের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।