আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জে মাধবপুর ১৫ সেপ্টেম্বর মঙ্গলবারে বাজারে রাস্তা জিনিসপত্র রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি ও পেঁয়াজের দামের বিষয়ে বাজার মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার নেতৃত্বে মাধবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় দোকানে সামনে মালামাল রেখে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করার ৪জন দোকানদার কে জনপ্রতি ১ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এবং পিঁয়াজের বাজার মনিটরিং ও পিঁয়াজ ব্যবসায়ীদের সতর্ক করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার জানান পিঁয়াজ বাজার প্রতিদিন মনিটরিং করা হবে ও দোকান সামনে মালামাল রেখে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে জরিমানা করা হবে, ও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।