নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক হবিগঞ্জ সদরের সকল এজেন্ট আউটলেটের প্রোপাইটর ও টেলারদেরকে নিয়ে মিটিং করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার দুপুর ১২ টায় শায়েস্তাগঞ্জ কদ্দুস এন্টারপ্রাইজ এর আউটলেটে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক এর এরিয়া ম্যানেজার মো, জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দেবনাথ, হবিগঞ্জ ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ও সিনিয়র সেলস ম্যানেজার ওয়াহিদ মোরাদ।
এছাড়াও অন্যান্য এজেন্ট আউটলেটের টেলার ও সত্তাধিকারীরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দেবনাথ বলেন, এই করোনা মহামারী সংকটে ও মানুষের সেবায় অত্যন্ত বিশস্ততার সহিত এজেন্টরা দায়িত্ব পালন করছেন ও নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে গেছেন।
তিনি জানান, খুব শীঘ্রই ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক পল্লী বিদুৎ বিল, পারসোনাল লোন দিতে পারবে। উনি জানান, কিছুদিনের মধ্যেই এজেন্ট ব্যাংকিং ডাচ্ বাংলা ব্যাংকের মুল সফটওয়্যারের মাধ্যমে সেবা দিয়ে ব্যাংকিং খাতকে সাধারণ মানুষের হাতের মুঠোয় নিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সকলকে এজেন্ট ব্যাংকিং এর সেবা নেয়ার জন্য আহব্বান জানান।